সবারবেলায় সত্য বলি

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ মানিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ মানিক জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনাপাহাড় এলাকার মুছা মিয়া বাড়ির মোহাম্মদ মুছার ছেলে।

স্থানীয় ব্যবসায়ী মো. জাবেদ হাসান জানান, মানিক ভাই গতকাল তার দোকানে এসেছিলেন। তাকে চা খাওয়ানোর কথা ছিল, কিন্তু চায়ের দোকান বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তিনি খুব ভালো মানুষ ছিলেন।

চিনকীআস্তানা রেল স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যায় বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়। তবে জিআরপি পুলিশ খবর দেয়ার আগেই রাতে মরদেহ দাফন করা হয়েছে। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি মানসিক রোগে ভুগছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.