সবারবেলায় সত্য বলি

আনোয়ারায় অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে লাবিবা কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বাঁশখালীর সরল ইউনিয়নের ৮নং পাইরাং ওয়ার্ডের শামসুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (৪০) ও সাধনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অলি আহমেদের ছেলে মোহাম্মদ রাসেল (৩২)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন– মো. আলমগীর (২৮) ও বিষ্ণু দাশ (২৯)। তারা বাঁশখালী উপজেলার বাসিন্দা। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারান। আহত দুইজনকে উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে গেছে।

আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.