মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে জয়নাল আবেদীন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছেরাজুল হকের দোকান ও কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত মো. জয়নাল আবেদীন খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
বারৈয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, ‘অগ্নিকাণ্ডে কলোনির কাঁচা ঘর ও দোকানে পুড়ে গেছে।
আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন জয়নাল আবেদীন নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’