সবারবেলায় সত্য বলি

সীতাকুণ্ডে ঝরনায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।

শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট এলাকায় সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে।

তাহসিন আনোয়ার (১৭) নামের ওই কিশোরের বাড়ি নগরের বায়েজিদ থানাধীন হাউজিং ৩ নম্বর রোড এলাকায়। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন, মা জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (উপসচিব) লুৎফুন নাহার। তাহসিন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

জানা গেছে, তাহসিন ও ৬ জন বন্ধু মিলে সীতাকুণ্ডে সহস্রধারা ঝরনা দেখতে যায়। সেখানে তারা ৭ জনই গোসল করতে নামে। পরে তাদের মধ্যে ৬ বন্ধু সাঁতরে তীরে উঠলেও তাহসিন সাঁতার না জানায় ঝরনার পানিতে তলিয়ে যায়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা তাহসিনের মরদেহ উদ্ধার করে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুন জানান, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.