সবারবেলায় সত্য বলি

মিরসরাইয়ে লরির সাথে ডাম্প ট্রাকের ধাক্কা, নিহত ২

মিরসরাইয়ে কন্টেইনারবাহী লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাক চালক ও সহকারী নিহত হয়েছে। রোববার (২২ জুন) সকালে সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে।‎

‎নিহত ডাম্প ট্রাক চালক ফারুক হোসেন (৩৯) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে। চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চক্করতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

জানা যায়, দ্রুতগতির ডাম্প ট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়।
এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও সহকারী মারা যায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, চলন্ত লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হেফাজতে নেওয়া হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.