সবারবেলায় সত্য বলি

বোয়ালখালীতে অটোরিকশায় মদের বস্তা, চালক গ্রেপ্তার

বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশায় মদ পরিবহনের সময় মিজানুর রহমান (২৭) নামের এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কঞ্জুরী গ্রামের বাদুরতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় আটক করা অটোরিকশায় (চট্টগ্রাম-থ-১৫-১০৫৫) তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তা ভর্তি ১৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মিজানুর রহমান শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রামের নুরা সওদাগর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর অটোরিকশা চালক মিজানুরকে বৃহস্পতিবার (২৬ জুন) আদালতে পাঠানো হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.