সবারবেলায় সত্য বলি

এমপি প্রার্থী হতে বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনে সংসদ সদস্য প্রার্থী হতে নৌকার মনোনয়ন পেতে পদত্যাগ করেছেন বলে জানা গেছে ।

উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। সেটি গ্রহণ করলে কার্যকর হবে।

চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী বলেন, বাঁশখালী আসনের প্রতিটি ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করতে আমি নিরলস পরিশ্রম করেছি। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাঁশখালীর মানুষের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছি। বঙ্গবন্ধুকন্যা যদি মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে নির্বাচিত হবো।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.