সবারবেলায় সত্য বলি

মিরসরাইয়ে ৩০০ পরিবারকে টিন উপহার দিল জেড এ খানের পরিবার

মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৩শ পরিবারকে পুনর্বাসনে টিন উপহার দিয়েছে প্রয়াত বিএনপি নেতার পরিবার।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি পরিবারকে ১ বান্ডেল টিন ও নগদ অর্থ তুলে দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা প্রয়াত মেজর জেনারেল (অবঃ) জেড এ খানের বড় ছেলে জিয়াদ খান ও তাঁর স্ত্রী উম্মে জে খান।

প্রয়াত জেড এ খানের পরিবারের পক্ষে টিন ও অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ফেবারিট বিজনেস ওয়েলফেয়ার ফান্ড নামের একটি সংস্থা। এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক জিয়াদ খান, উম্মে জে খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সেনা কর্মকর্তার ছেলে জিয়াদ খান বলেন, ‘বন্যায় আমাদের এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাবা এলাকার মানুষের জন্য কাজ করেছেন। আমরাও বাবার মতো এলাকার মানুষের পাশে থাকতে চাই।’

টিন প্রদানের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই জানিয়ে সাবেক সেনা কর্মকর্তার ছেলে বলেন, ‘আমরা রাজনীতির উদ্দেশ্যে এসব করছি না। আমি ,আমার ছোট ভাই এবং আমার মা মিলে এলাকার মানুষের জন্য কাজ করবো।’

এসএস/এসআই
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.