সবারবেলায় সত্য বলি

মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে রোজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১২ অক্টোবর) রাত ৯টায় মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। রোজিনা আক্তার জামালপুর জেলার মালিপাড়া এলাকার জহুরুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, রোজিনা আক্তারের স্বামী জহুরুল ইসলাম মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের বসুন্ধরা গ্রুপের অডিটর হিসেবে চাকরির সুবাদে স্ত্রী এবং সন্তানকে নিয়ে মিরসরাইয়ের ডাকবাংলো এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।

শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী জহুরুলের সঙ্গে রোজিনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রোজিনা। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয় জানতে রোজিনা আক্তারের স্বামী জহুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফুল হুদা আজকের বেলাকে বলেন, হাসপাতালে আনার আগেই রোজিনা আক্তার মারা গেছেন। গলায় ফাঁস এবং ঠোঁটের নিচে কাটা দাগ রয়েছে তার। নিহতের স্বামীর ভাষ্যমতে— রোজিনা যখন গলায় ফাঁস দিয়েছিল, তখন তাকে নামানোর সময় নিচে পড়ে গিয়ে ঠোঁটের নিচে কেটে গেছে।

তিনি বলেন, বিষয়টি আমরা মিরসরাই থানা-পুলিশকে জানিয়েছি। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ মামুন আজকের বেলাকে বলেন, এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছি। সেখানে যাওয়ার পর বিস্তারিত জানতে পারবো।

এসএস/এসআই
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.