সোমালিয়ার উপকূলে জিম্মি থাকা এমভি আবদুল্লাহ জাহাজে খাবার ও পানি সংকট চরম আকার ধারণ করেছে। জাহাজে মজুত থাকা পানি ও খাবার শেষ হয়ে গেছে। গেল কয়েকদিন ধরে সপ্তাহে দুইদিন গোসল করছেন নাবিকরা।
এদিকে পুটল্যান্ড পুলিশের বাধার কারণে জলদস্যুদের পক্ষ থেকেও খাবার সরবরাহ করা যাচ্ছে না জাহাজে। বর্তমানে রেশনিং করে খাবার ও পানি পান করতে হচ্ছে নাবিকদের।
শুক্রবার (২৯ মার্চ) আজকের বেলাকে এসব তথ্য জানান এমভি আবদুল্লাহর মালিক কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।
তিনি বলেন, আমরা সুযোগ পেলে জিম্মি থাকা জাহাজে খাবার ও পানি পাঠানোর ব্যবস্থা করব। নাবিকরা এখন জিম্মি অবস্থায় রয়েছে। এখনতো আগের মতো সুযোগ-সুবিধা পাবেন না। নাবিকদের থাকা খাওয়া ও গোসলের কষ্ট হচ্ছে। আমরা জানতে পেরেছি এখন সপ্তাহে দুইদিন পানি দেওয়া হচ্ছে। খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। আমাদের পক্ষ থেকে দ্রুত নাবিকদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে গত ২০ মার্চ থেকে জলদস্যুরা এমবি আবদুল্লাহর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। মালিকপক্ষ থেকে রমজানের ঈদের আগেই জাহাজ ও নাবিকদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।